বাগেরহাট প্রতিনিধি, prabartan | প্রকাশিত: ২২:২৪, ২৩-০২-১৯
“সঞ্চয় সমৃদ্ধির সোপান” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সঞ্চয় সপ্তাহ-২০১৯ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা সঞ্চয় অফিসের আয়োজনে শহরের কে.আলী রোডস্থ সঞ্চয় অফিস থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় অফিসে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিন হোসেন, জেলা সঞ্চয় অফিসের সহকারি পরিচালক মফিজুল ইসলাম, সাবেক উপ-পরিচালক শহিদুল ইসলাম, অধ্যাপক মোজাফফর হোসেন, আব্দুর রব চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা এইচ এম এ আজিজ বাদশা, বাবুল, ডা. দেলোয়ার হোসেনসহ গ্রাহকবৃন্দ র্যালীতে অংশ নেয়। র্যালী শেষে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্যে জাতীয় সঞ্চয় অফিসের কার্যক্রম ও সঞ্চয়ের গুরুত্ব সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
ফেসবুকের সাথে কমেন্ট করুন