ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ২২:১৩, ২৩-০২-১৯
ঝিনাইদহে ভাষা শহীদদের স্বরণে হাটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এউপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসষ্টান্ড থেকে এক র্যালী বের হয়।
র্যালীতে অংশ নেন এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ,এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল,পরিচালক আশাবুল হক,বিশিষ্ট ঠিকাদার লিংকন মিয়া,কালিচরনপুর ইউনিয়নের সাকে চেয়ারম্যান আলমগীর হোসেন আলম,এ্যাডঃ তন্ময় কুমার কুন্ডু ,নাসির উদ্দীন,ময়না খাতুনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রমূখ।র্যালীটি জেলা শহরের প্রানকেন্দ্র পায়রা চত্তর হয়ে বাস টার্মিনালে যেয়ে শেষ হয়।সেখান থেকে ভাষা শহীদদের স্বরণে হাটা প্রতিযোগিতা উদ্বোধন করেন এইড ফাউন্ডেশন এর সভাপতি ইসরাইল হোসেন শান্তি ও এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ পোড়াহাটিতে যেয়ে হাটা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।