ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ২২:১০, ২৩-০২-১৯
ঝিনাইদহে ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রগতি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়েছে।
২১এর দেয়াল পত্রিকা উন্মোচন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ।এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা,পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।শতাধিক প্রতিযোগি ৫টি ইভেন্টে অংশ গ্রহন করেন।প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ,সাংবাদিক সাজ্জাদ আহমেদ,শিক্ষক পারভীন বেগম,রেহানা সুলতানা,কালাম মর্লিক,সুকুমার চন্দ্র সাহা,মতিউর রহমান প্রমূখ।আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ অতিথিরা পুরুষ্কার বিতরন করেন। এছাড়াও একুশ ফেব্রয়ারী সকালে প্রগতি প্রি-ক্যাডেট স্কুল এর ছাত্র-ছাত্রীরা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ সহ প্রগতি প্রি-ক্যাডেট স্কুল এর শিক্ষকবৃন্দ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয় ও কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ।