ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিত: ১৮:১০, ২৩-০২-১৯
রাজধানীর নিমতলীতে আগুনের নয় বছরের মাথায় এর এক কিলোমিটারের মধ্যে চকবাজারের চুড়িহাট্টায় আবারও একই বীভৎস রূপ দেখল বিশ্ববাসী। রাসায়নিক থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ ওই আগুনে মৃত্যু হয়েছিল ১২৪ জনের। এবার মৃত্যু ৭০ জনের।
চকবাজারে এই অগ্নিকাণ্ডের শুরুতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আর এই দৃশ্য সেখানকার এক হোটেলের বাইরের সিসিটিভিতে ধরা পড়ে। এরইমধ্যে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদ সংলগ্ন আসগর লেন, নবকুমার দত্ত রোড ও হায়দার বক্স লেনের মিলনস্থলে ঘটে এ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাতভর চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে যুক্ত হয় পুলিশ ও র্যাব। এরপর বৃহস্পতিবার বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়। দুপুরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
দেখুন সিসিটিভির ফুটেজ (সৌজন্যে চ্যানেল২৪)>>>