ডুমুরিয়া প্রতিনিধি, prabartan | প্রকাশিত: ২১:০২, ২৩-০২-১৯
ডুমুরিয়ার বাবার উপর অভিমান করে লাবনি সরকার(১৬) নামে এক কলেজ ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় মাগুরখালী ইউনিয়নের কোড়াকাটা গ্রামে এঘটনা ঘটে। পুলিশ জানায়, কোড়াকাটা এলাকার পল্লীশ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী লাবনি সরকারের হাতে লম্বা নখ কাটা নিয়ে পিতা জামিনী সরকারের সাথে ঝগড়া হয়। তারই জের ধরে ঘটনারদিন সন্ধ্যায় ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে এবং লাশ ময়না তদন্ত করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন