ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিত: ২৩:৪১, ২২-০২-১৯
পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আগুন লেগেছে ওই এলাকার সিদ্দিক বাজারে। শুক্রবার রাতে গ্যাস সংযোগের একটি ছিদ্র থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, “গ্যাসের সংযোগে ছিদ্র থেকে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে পাঠানো হয়েছে।”
তবে এই অগ্নিকাণ্ড ততটা মারাত্মক নয় বলে জানান তিনি।
সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। চুড়িহাট্টার ঘটনার পর আজকে পুনরায় পুরান ঢাকায় আগুন লাগলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের আরও ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪১ জন।