শিশু সন্তানকে ডোবায় ফেলে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জের ধরে উম্মে সাইফা নামের ৩ মাস বয়সের কন্যা সন্তানকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মা। সোমবার (২১ ফেব্রুয়ারি) চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মাকে (২০) আটক করে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

এ ব্যাপারে নিহত শিশুর পিতা মো. ওমর ফারুক চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।সকালে এ ঘটনার পর বিকেলে সন্তান হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মা। পরে বিচারক মাকে কারাগারে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান।

আরও পড়ুন : রাবি অধ্যাপক তাহের হত্যা : আপিল শুনানি শুরু

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মায়ের বিবাহিত জীবন দেড় বছরের। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছিলো। তিন মাস আগে তিনি সন্তানের মা হন। পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরেই তিনি সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

গত রোববার স্থানীয়ভাবে সালিশ হয়। মেয়েটিকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। পরদিন সকালে সন্তানকে ডোবার পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পানিতে ফেলে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top