ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৮৩১, ২২-০২-১৯
জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম-কারচুপি ও ‘ভোট ডাকাতি’ নিয়ে গণশুনানির কর্মসূচি পালন করছে।
সু্প্রিম কোর্ট মিলনায়তনে শুক্রবার সকাল ৯টার দিকে এ কর্মসূচি শুরু করে ঐক্যফ্রন্ট। বিকেল চারটা পর্যন্ত কর্মসূচি চলবে।
ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এতে অংশ নিয়েছেন–ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের নেতাকর্মীরা।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আব্দুর রব জানিয়েছিলেন, ভোটের অনিয়ম নিয়ে ২৪ ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করবে ঐক্যফ্রন্ট। সেখানে ‘ভোট ডাকাতি’র সঙ্গে জড়িতদের আমন্ত্রণ জানানো হবে না।
আগে ২৪ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও গণশুনানির তারিখ পরিবর্তন করে ২২ ফেব্রুয়ারি নিয়ে আসা হয়।