বিশেষ প্রতিনিধি, prabartan | প্রকাশিত: ২২:০৬, ২২-০২-১৯
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপি’র টহলদল বৃহস্পতিবার রাতে ভারতীয় ১৯০পিস বিভিন্ন প্রকারের শাড়ী ও ৬লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ট্যাবলেট উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
২১বিজিবি’র সূত্রগুলো জানায়,বৃহস্পতিবার রাত ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে পুটখালী বিওপি’র টহলদল বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের মাঠের মধ্যে ওৎপেতে থেকে বসে থাকে।
এ সময় ১৮/২০ জনের একটি চোরাচালানী দল ভারত থেকে শাড়ী ও ভারতীয় ট্যাবলেট নিয়ে আসার সময় বিজিবি’র টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ১১ গাইট অর্থাৎ ১৯০পিস বিভিন্ন প্রকারের উন্নত ভারতীয় শাড়ী, ভারতীয় ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা দিয়েছে।