ফকিরহাট প্রতিনিধি, prabartan | প্রকাশিত: ২২:০১, ২২-০২-১৯
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের দোহাজারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ কুমার দাস (৭০) শুক্রবার সকাল সাড়ে ৭টায় পরলোকগমন করেন।
তিনি মৃত্যুকালে এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন দুপুর ১২টায় তাকে গার্ড অব প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকশ টিম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহিদ শেখ, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, মুক্তিযোদ্ধা বিশ্বাস মতিউর রহমান, শংকর কুমার নাগ, শেখ শাহাদাৎ হোসেন, শেখ মোঃ আবু বকর, সুপ্রকাশ পাল, আঃ কাদের, সিরাজুল ইসলাম, কৃষ্ণ দাশ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা, ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি সহ স্থানীয় গন্যমান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।