বিজ্ঞপ্তি, prabartan | প্রকাশিত : ১৯:৫৯, ২১-০২-১৯
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি ক্যাম্পাসে নিজস্ব শহীদ মিনারে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানের পক্ষে চেয়ারম্যান জনাব ডাঃ শেখ মাহবুবুর রহমান ও অধ্যক্ষ জনাব এস এম মাহফুজুল হক পুষ্পমাল্য অর্পন করেন।
এ সময়ে শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করেন । এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মাহমুদুল হক, সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাবুল, আব্দুল্লাহ আল মাসুম অধ্যক্ষ সুন্দরবন মেডিকেল ইনস্টিটিউট এবং আব্দুল্লাহ আল মামুন অধ্যক্ষ হযরত শাহজালাল পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকদের মধ্যে শাহেদুল ইসলাম বুলবুল, আবু রেজা মল্লিক, লিংকন তরফদার, মোঃ হাদিউল ইসলাম, মোঃ সাব্বির হোসেন, সুমনা সুলতানা, শেখ ফরহাদ হোসেন, মোঃ আসাদুজ্জামান সহ সকল শিক্ষকবৃন্দ কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। অত্র এলাকার সকল শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।