প্রবর্তন সাহিত্য, prabartan | প্রকাশিত: ২১:২৭, ২১-০২-১৯
একুশের শপথ
– মোঃ সাইফুল ইসলাম
বাঙ্গালী চেতনায় ফুটাই ফুল,
শাপলা কৃষ্ণচুড়া পলাশ শিমুল।
আমাদের মাঝে এসেছে আবারো ফিরে
রফিক শফিক জব্বার বরকত রক্তে ভিজে।
আবারো শুরু করিব দেশটাকে নিয়ে
নতুন কিছু করবার
আবারো ভাবতে শিখিবো
বাংলাদেশকে নতুন করে সাজাবার।
দীপ্ত কন্ঠে শপথ নিতে হবে
ভয়ংকর পৈশাচিক নরখাদকদের
দেশ থেকে তাড়াতে হবে।
দেশের মাটিকে রাঙ্গিয়ে দেবো মোরা
ওদের বুক থেকে ঝরে যাওয়া
রক্তরাঙ্গা কৃষ্ণচুড়ার ডালকে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন