বাগেরহাট প্রতিনিধি, prabartan | প্রকাশিত : ২০:০৭, ২১-০২-১৯
বাগেরহাটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাং®কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। রাত বারোটা এক মিনিটে সংগঠনগুলো সমবেত হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রভাত ফেরি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রভাত ফেরিতে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাং®কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়া বাগেরহাটে ভাষা শহীদদের আত্মার মাগফেরত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরদিকে জেলা আওয়ামী লীগও নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে।