তালা প্রতিনিধি, Prabartan | আপডেট: ১৯:২৬, ২০ -০২-১৯
তালায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ দুর্ধষ ডাকাত শাহিদুর রহমান ওরফে ডাবা পলায়ন করেছে।
থানা সুত্রে জানাযায়,গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামের আমজাদ গাজীর পুত্র দুর্ধষ ডাকাতি মামলার আসামী শাহিদুর রহমান গ্রেফতার করে তালা থানার এসআই মদন মোহন অধিকারী সহ সঙ্গীয় ফোর্স । তাকে নিয়ে জেঠুয়া বাজারের কাছে আসলে পুলিশকে ফাঁকি দিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায় ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ দুর্ধর্ষ ডাকাত ও বিভিন্ন মামলার আসামি শাহিদুর রহমানকে আটক করে। পরে জেঠুয়া বাজার এলাকায় এলে হ্যান্ডকাপ থাকা অবস্থায় সে পালিয়ে যায়। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে ।
ফেসবুকের সাথে কমেন্ট করুন