নিজস্ব প্রতিবেদক, Prabartan | আপডেট: ১৫:১০, ২০-০২-১৯
খুলনা: খুলনায় ২২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা মহানগর ডিবি পুলিশ।
বুধবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন প্লাটিনাম জুট মিলস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু প্রবর্তনকে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামের (বিপিএম-সেবা) প্রত্যক্ষ তদারকিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ মিন্টু শেখ (৩৭) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পারুললিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তাকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন প্লাটিনাম শ্রমিক কলোনীর ব্যাচেলার কোয়ার্টারে পাকের ঘর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর ব্যক্তি মোঃ শফিকুল ইসলাম রাজু (২৮) খুলনা জেলার তেরখাদা থানার কোলা পাটগাতি গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে। তাকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন প্লাটিনাম কাঁচা কলোনীর ছ-লাইনের ৭ নং রুম থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।