ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৮:৫৮, ২০ -০২-১৯
খুলনায় পচা মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহানগরীর সাতরাস্তা মোড়ের বনফুলে ভ্রাম্যমাণ আদালতের আভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান।
রাকিবুল হাসান বলেন, একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে নগরীর সাতরাস্তার মোড়ে বনফুল মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভোক্তার অভিযোগ ছিল তার কাছে পচা মিষ্টি বিক্রি করা হয়েছে। অভিযোগটি যাচাই-বাছাই করে সত্যতা প্রমাণিত হয় এবং দোকানের ম্যানেজার তা স্বীকার করেন।
এ সময়ে পচা মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নগদ আদায় করা হয়েছে। এছাড়াও বনফুলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে পণ্যের গুণগত মান বজায় রাখার জন্য।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন সিভিল সার্জন অফিসের একজন চিকিৎসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।