ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২১:৫৯, ১৮-০২-১৯
১৯৯৯ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় গেইলের। এরপর ক্যারিবীয় জার্সিতে এখন পর্যন্ত ২৮৪টি ওয়ানডে খেলে ৩৭.১২ গড়ে রান করেছেন ৯ হাজার ৭২৭। আছে ২৩টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি। ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ২১৫ রানের।
বল হাতেও কম যান না ক্রিস গেইল। সমান সংখ্যক ম্যাচে বল হাতেও ১৬৫ উইকেটের মালিক তিনি। আছে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও।
এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। তবে, চলতি বছরে ইংল্যান্ড বিশ্বকাপ খেলার পরই আর একদিনের ক্রিকেটে অংশ নেবেন না ৩৯ বছর বয়সী এই মারকুটে ব্যাটসম্যান।
গতকাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউসিবি) পক্ষ থেকে তার এই বিদায়ের ঘোষণা নিশ্চিত করা হয়। এতে বলা হয়, চলতি বছরের ইংল্যান্ড বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন গেইল।