ডেস্ক রিপোর্ট : রাজধানীর পল্লবী থেকে গাঁজাসহ মো. স্বপন মিয়া নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযানে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) উদয় কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন : গোপালগঞ্জে কলেজ শিক্ষকের বাড়িতে ডাকাতি
তিনি জানান, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পল্লবীর সেকশন-১২, ব্লক-ডি সিরামিক এলাকার সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।পুলিশের উপস্থিতি টের স্বপন পেয়ে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা গেছে, স্বপন পল্লবী থানা এলাকার বিভিন্ন মাদক বিক্রেতাদের কাছে গাঁজা খুচরা ও পাইকারি ভাবে বিক্রি করে আসছিল।
গ্রেফতার স্বপনের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।