নিজস্ব প্রতিবেদক, Prabartan | আপডেট: ১৮:৩৭, ১৬-০২-১৯
উদয়ন খুলনা জিলা পুলিশ স্কুলের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও পরিচালনা পরিষদের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও দোয়ায় অংশ নেন।
শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তারুন নাহার এর নেতৃত্বে শিক্ষার্থীরা বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুজিবর রহমান। এসময় কোমলমতি শিক্ষার্থীদের জাতির জনকের স্বপ্ন, মহান স্বাধীনতায় নেতৃত্বদান, ত্যাগ স্বীকারসহ জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন প্রধানশিক্ষিকা মুক্তারুন নাহার।
ফেসবুকের সাথে কমেন্ট করুন