ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২০:১২, ১৬-০২-১৯
মুখের দুর্গন্ধ দূর করতে মাউথওয়াশ ব্যবহারের জুড়ি নেই। এটি মূলত এক প্রকার অ্যান্টিসেপটিক দ্রবণ, যা কুলি করার কাজে ব্যবহার করা হয়।
শুধু মুখের দুর্গন্ধ দূর করতেই নয়, বরং প্রতিদিন ব্যবহার করা এ উপাদান কাজে লাগাতে পারেন ঘরোয়া আরো অনেকভাবে।
জেনে নিন তেমনই কিছু উপায়:
১. ভ্রমণে বেরোনোর আগে হাতব্যাগে ঢুকিয়ে নিন মাউথওয়াশের কৌটাটি। সারা রাত ভ্রমণের পর সকালে ব্রাশ করতে না পারলেও মাউথওয়াশ ব্যবহার দেবে সতেজ নিঃশ্বাস। সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার হিসেবেও প্রয়োজনে কাজে লাগাতে পারবেন এটি।
২. একটি পাতলা কাপড় হালকা ভিজিয়ে তাতে কয়েক ফোঁটা মাউথওয়াশ নিয়ে দুই পায়ে ঘষুন, তারপর পা ধুয়ে ফেলুন। পা দীর্ঘসময় দুর্গন্ধমুক্ত থাকবে, সেই সঙ্গে নখের কোণে জায়গা করে নেয়া ফাঙ্গাসও দূর হবে।
৩. রান্নার পর হাতে লেগে থাকা দুর্গন্ধও দূর করা সম্ভব মাউথওয়াশ দিয়ে। অল্প কয়েক ফোঁটা মাউথওয়াশ দুই হাতে নিয়ে ভালো করে মেখে হাত ধুয়ে নিন। দুর্গন্ধ চলে যাবে।
৪. যদি আপনার ফেসিয়াল টোনার শেষ হয়ে যায় এবং কিনতে যাওয়ার মতো পর্যাপ্ত সময় না থাকে, তাহলে মাউথওয়াশকেই টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য একটি তুলোর বলকে মাউথওয়াশে ভিজিয়ে পুরো মুখ আলতো হাতে মুছে নিন। ত্বকে থাকা অবশিষ্ট মেকআপ ও বাড়তি তেল পরিষ্কার হয়ে যাবে। তবে ত্বক যদি কেমিক্যাল সেনসিটিভ হয়ে থাকে, তাহলে এ পদ্ধতি ব্যবহার না করাই ভালো।