ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২১:৫৭, ১৫-০২-১৯
কালো টেপে মোড়ানো একটি বেগুন দেখে বোমা ভেবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ‘বোমা সদৃশ’ বস্তুটির দেখা মেলে চবির আইন অনুষদ ভবনের পাশে। রাতভর ওই স্থানটি ঘিরে রাখে পুলিশ।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানান, এটি আসলে বেগুন। আতঙ্ক ছড়াতে বেগুনটিকে কালো টেপে মুড়িয়ে বোমার আকৃতি দিয়ে ফেলে রাখা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে আইন অনুষদের ডিনের কার্যালয়ের সামনে বোমা আকৃতির বস্তুটি পড়ে থাকতে দেখেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে খবর পেয়ে পুলিশ রাতভর ঘটনাস্থলের আশেপাশে এলাকা ঘিরে রাখে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (হাটহাজারী সার্কেল) আবদুলতাহ আল মাসুম বলেন, কে বা কারা এটি রেখেছে তাদের খুঁজে বের করা হবে। তাদের কি উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে।