ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৭:৩৫, ১৫-০২-১৯
বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীর ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকায় মুসল্লিদের ঢল নেমেছে। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় শিল্পশহর টঙ্গীর এসব এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
এদিকে জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশেপাশের এলাকার লাখো মুসল্লি ইজতেমাস্থলে এসেছেন।
শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা। তার বয়ান বাংলায় তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান। ইজতেমা শুরুর দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লাখো লাখো মুসল্লি মেহনত করছেন। পবিত্র জুমা আল্লাহর কাছে অনেক গুরুত্ব। মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করতে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে অতিরিক্ত কয়েক লাখ লোক আসেন। প্রত্যেকেরই উদ্দেশ্য থাকে- মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।