রামপাল প্রতিনিধি, Prabartan | আপডেট: ২০:৩৯, ১৪-০২-১৯
বাগেরহাটে বোমা হামলায় রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনউদ্দিন আখতার নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই গুরুতর আহত হয়েছেন।
বৃহষ্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে রামপাল উপজেলার ভরসাপুর বাজার এলাকায় তার উপর বোমা হামলা হয়।
এসময় নজু শেখ নামে একজন আহত হয়েছেন।
খাজা মঈনুদ্দিন আখতার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি রামপালের বামুনডহর গ্রামে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রবর্তনকে বলেন, রাতে খাজা মঈনুদ্দিন আখতার ভরসাপুর বাজারের ভেতরে রাস্তায় দাঁড়িয়ে নজু শেখ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এসময় দুর্বৃত্তরা তার ওপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বোমাটি বিস্ফোরিত হয়ে খাজা মঈনুদ্দিন আখতার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।