বিজ্ঞপ্তি, Prabartan | আপডেট: ২৩:৪৫, ১৩-০২-১৯
দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ পরিদর্শনে আসেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ গণহত্যা জাদুঘরে পোঁছান। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা সদর আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা পরিষদের সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এবং খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। গণহত্যা জাদুঘরে মন্ত্রীকে স্বাগত জানান জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রখ্যাত ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন, ট্রাস্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম ও অন্যান্য ট্রাস্টিবৃন্দ। মন্ত্রী জাদুঘরের প্রত্যেকটি গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। জাদুঘরে ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র ও নিদর্শন দেখে মন্ত্রী বলেন “আমি শোকাহত ও অভিভুত”। জাদুঘরের স্বপ্নদ্রষ্টাদের তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি জাদুঘরের সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেছেন।