খুলনার রূপসায় অভিযান চালিয়ে ১০২পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক বিক্রেতা হলেন দৌলতপুর থানার শাহাপুর গ্রামের মোসা. রুবিনা ঝর্ণা (৩৫)। সে যশোর জেলা সদরের পোলেরহাট এলাকার মো. কবির হোসেনের স্ত্রী।
র্যাব-৬ জানায়, বুধবার রাত পৌনে ১১টার দিকে চর রূপসা এলাকায় অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান ও এএসপি মো. তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র্যাব-৬ এর একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের এসএম সাগর হোসেনের বাড়ির সামনে থেকে ১০২পিস ইয়াবাসহ ঝর্ণাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন