ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিত: ২২:০৩ পিএম, ১২-২-১৯
খুলনার ফুলতলায় ট্রাকচাপায় সরকারি বিএল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পালের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ট্রাকচালকের শাস্তির দাবি জানান। সড়ক অবরোধের কারণে ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ এ ঘটনার বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। তা তুলে নিয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তারা শিক্ষক মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন করবে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে সরকারি বিএল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পাল (৫৫) ট্রাকচাপায় নিহত হন।
ফুলতলা উপজেলার দামোদর পূর্বপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিতে ফুলতলায় গিয়েছিলেন তিনি। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার গিলেতলা বাজার এলাকার মৃত কিরণ চন্দ্র পালের ছেলে।