ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম টেস্টে অবিশ্বাস্য জয়ের পর ঢাকা টেস্টেও উড়ন্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনে উদ্বোধনী জুটিতে ৬৬ রান জমা করে তারা। ইতিমধ্যে দলীয় সংগ্রহ একশো পার করেছে দলটি।ভয়ঙ্কর হয়ে ওঠা ওপেনার জম ক্যাম্পবেলকে আউট করতে পারলেও ক্যারিবীয়দের মনোসংযোগে চিড় ধরাতে সেভাবে সক্ষম হয়নি বাংলাদেশের বোলাররা।
এখনও উইকেটের মুখ দেখেননি চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ও তরুণ নাঈম হাসান। তবে মোস্তাফিজের পরিবর্তে একাদশে ঠাঁই পাওয়া আবু জায়েদ রাহি নিজের প্রথম সাফল্য পেলেন।তুলে নিলেন ওয়ান ডাউনে নামা শেন মোজলের উইকেট। জায়েদের অফস্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ইনসাইড এজ হয়। যা সরাসরি আঘাত হানে উইকেটে।আউট হওয়ার আগে ৩৮ বল মোকাবিলা করে ৭ রান করেন মোজলে।
অন্যপ্রান্তে উইকেটে অবিচল অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। ব্যাটে-বলে দারুণ কম্বিনেশন ঘটিয়ে যাচ্ছেন। বলতে গেলে সামনে থেকেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।ইতিমধ্যে হাফসেঞ্চুরির কাছাকাছি তিনি। ১১০ বল খেলে ৪৪ রান করেছেন।মোজলের আউটের পর শুভসূচনা করেছেন চট্টগ্রাম টেস্ট জয়ের অন্যতম নায়ক এনক্রুমাহ বোনার।
সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। কাইল মেয়ার্সের সঙ্গে গড়েছিলেন উইন্ডিজ ইতিহাসের অন্যতম সেরা জুটি।মাঠে নেমেই তাইজুলের বলে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন বোনার। দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৩৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১০২ রান।