বিজ্ঞপ্তি, Prabartan | প্রকাশিত: ১২:১১ পিএম, ১০-২-১৯
১০ ফেব্রুয়ারি, ২০১৯ রবিবার ছিল একুশে বইমেলা, খুলনা’র ১০ম দিন । বিকালে সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনার ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার অনুষ্ঠানমালার সূচনা হয়। পরবর্তীতে ছিল মুক্তধারা সাহিত্য পরিষদের বাচিক শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেনায় ছিল উদিচী, বয়রা শাখা এবং ঝংকার সাংস্কৃতিক সংঘের শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিমাংশু বিশ্বাস, সামিয়া আকতার এবং মাহাবুব রহমান। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বইমেলার সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন