ডুমুরিয়া প্রতিনিধি, Prabartan | প্রকাশিত: ১০:৩১ পিএম, ১০-০২-১৯
ডুমুরিয়ায় ঘরের জানালা কেটে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি ও চোরের পিটুনিতে আহত হয়েছে বাড়ীর মালিক বাসুদেব মল্লিক নামের এক কৃষক। শনিবার গভীর রাতে উপজেলার বরাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকার বাসুদেব মল্লিক (৬১) ঘটনার রাতে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। এমতবচাবস্থায় গভীর রাতে একদল চোর পাকা ঘরের জানালা কেটে ভিতরে প্রবেশ করে বাক্সে থাকা আড়াই ভরি স্বর্ণালংকার চুরি করে। যার মূল্য লক্ষাধিক টাকা। টের পেয়ে বাড়ীওয়ালা বাসুদেব ও তার ভাই আশুতোষ মল্লিক চোরদের ধাওয়া করলে তারা উল্টা তাদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে বাড়ীর মালিক বাসুদেব মল্লিক ও তার ভাই আশুতোষ মল্লিক আহত হয়। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফেসবুকের সাথে কমেন্ট করুন