নিজস্ব প্রতিবেদক, Prabartan | প্রকাশিত: ১০:৩৪ পিএম, ৬-২-১৯
খুলনা: পিকনিকের চাঁদা না দেওয়ায় খুলনার ছোট বয়রায় একই ব্যবসা প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চোরেরা মাইওয়াটার ডিসপেন্সার এন্ড কোম্পানীর টিনের চাল কেটে ভেতরে ঢুকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরি করে। বুধবার (৬ ফেব্রুয়ারি) এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।
দুই সপ্তাহ আগেও এই দোকানে আরেকবার চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক শেখ মো. নুরুল্লাহ জানান, বখাটেদের একটি চক্র পিকনিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। তাদেরকে চাঁদা না দেওয়ায় এ চুরির ঘটনা ঘটানো হচ্ছে।
পুলিশ জানায়, দোকান থেকে নগদ টাকাসহ ওয়াটার টিটমেন্ট প্লান্টের মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেস সময়: ১০৩৪, ৬ ফেব্রুয়ারি ২০১৯
এএস