ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাস্তার পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করার সময় মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জেলে পাড়ার আব্দুল সাত্তারের দোকানের পূর্বের পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় লাল রঙের টেপ মোড়ানো অবস্থায় ৭ পিচ ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এসব ককটেল পরিত্যক্ত স্থানে রেখেছে দুষ্কৃতিকারীরা।
আরও পড়ুন : গেইলকে বোঝা মনে করছে না বরিশাল
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য ককটেলগুলো রাখা হয়েছিল। তবে কে বা কারা তা ফেলে গেছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে কাউকে নৌকা প্রতীক দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।