ডুমুরিয়া প্রতিনিধ, Prabartan | প্রকাশিত: ৬:০৭ পিএম, ৫-২-১৯
খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ৯জন ধুমপায়ীকে ২ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম ডুমুরিয়া ও চুকনগর বাজারে এই অভিযান পারিচালনা করেন। ইউএনও’র পেশকার প্রভাত রঞ্জন মন্ডল জানান, প্রকাশ্যে ধুমপান নিয়ন্ত্রণ আইনে সাহসের হাবিবুর রহমানকে ৫০ টাকা, গোলনার শওকত আলীকে ২’শ টাকা, খুলনার রাসেলকে ২’শ টাকা, চুকনগরের আব্দুল জলিলকে ৩’শ টাকা ও কাজী আশিকুলকে ৩’শ টাকা, বরিশালের মোঃ জামালকে ৩’শ টাকা, কেশবপুরের কালামকে ১’শ টাকা, সাতক্ষীরার মাজেদুল ইসলামকে ৩’শ টাকা ও সুকমার মন্ডলকে ৩’শ টাকা জরিমানা ধার্যকরে আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৮, ৫ ফেব্রুয়ারি ২০১৯
এএস
ফেসবুকের সাথে কমেন্ট করুন