ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিত: ১১:৫৬ পিএম, ০৩-০৩-১৯
অবিলম্বে আরটিভি’র রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাম্যান সাইমনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন খুলনার সাংবাদিকরা।
রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর খালিশপুর পিপলস গোলচত্বরে এক মানববন্ধন কর্মসূচীতে তারা এ দাবি জানান। কর্মসূচী চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, কেইউজের সাবেক সাধারন সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা শিল্পাঞ্চল সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ বাবুল আকতার ও আরটিভির খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তৃপক্ষের দূনীতি কারনে রুগীদের চরম ভোগান্বিততে পড়তে হছে। এ সংবাদ সংগ্রহ করতে গেলে ডাক্তারদের নিদের্শে আরটিভির রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সাইমনের ওপর হামলা চালায় । এই হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা।
বাংলাদেশ সময়: ২৩৫৬, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
ডেস্ক/এএস