খুলনা জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় মাদক কারবারীসহ ৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ ফেব্রুয়রি) সকাল ৮টা থেকে রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় খুলনা জেলার ৯ থানা ও মহানগরীর ৮ থানা এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান প্রবর্তনকে বলেন, খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৪ জন মাদক কারবারীসহ মোট ৫৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আরো পড়ুন>>: মিতুকে রিমান্ডে চায় পু্লিশ
জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। আটককৃতদের কাছ থেকে ৮৭ পিচ ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ০৩ টি মাদক মামলা রুজু করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার, শেখ মনিরুজ্জামান মিঠু প্রবর্তনকে বলেন, গত ২৪ ঘন্টায় মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ০৫ জন মাদক কারবারীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা, ০২ বোতল ফেন্সিডিল ও ০১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৪, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
ডেস্ক/এএস