ডেস্ক রিপোর্ট, Prabartan | প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৩-০৩-১৯
খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে বিশিষ্ট ওলামায়ে ক্বেরামদের আয়োজনে শনিবার রাতে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা গাজীপুর বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারি আব্দুর রহিম আল মাদানী।
উদ্বোধনী বয়ান পেশ করেন, সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব হযরত মাওলানা মাহবুবুর রহমান। গুটুদিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সরোয়ার।
বাংলাদেশ সময়: ১৮৩৭, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
ডেস্ক/এএস
ফেসবুকের সাথে কমেন্ট করুন