ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২০৩৪, ০১-০২-১৯
বাংলাদেশের বাজারে আসছে বহুল প্রতিক্ষিত মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটোরোলা ওয়ান পাওয়ার’। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে নতুন এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটির দাম হতে পারে ২৫ হাজার টাকা।
নতুন এ ফোনটির বিষয়ে বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাকিব আরাফাত বলেন, ভারতের বাজারে সাড়া জাগানো ‘মটোরোলা ওয়ান পাওয়ার’-এর চাহিদা বাংলাদেশেও অনেক। তাছাড়া বাংলাদেশের বাজারে মোটোরোলা ওয়ান-এর ভালো চাহিদা আছে।
‘মটোরোলা ওয়ান পাওয়ার’ ফোনে অ্যানড্রয়েড ওয়ান-এর লেটেস্ট প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করা হয়েছে। ফলে আগামী দুই বছর অ্যান্ড্রয়েড যতবার আপডেট নেবে ততবারই ‘মটোরোলা ওয়ান পাওয়ার’- এর ওপারেটিং সিস্টেম আপডেট নেবে।
৬.২ ইঞ্চি (২,২৪৬ x ১০৮০) ডিসপ্লের সেটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬। ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ (২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি ব্যবহারের সুবিধা) রয়েছে স্মার্টফোনটিতে। এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে ১৬ মেগাপিক্সেলের সাথে ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
ব্যবহার করা হয়েছে পেছনে। স্মার্টফোনটি দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪, ০১ ফেব্রুয়ারি ২০১৯
ডেস্ক/এএস