ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ৫:৩২ পিএম, ৩১-০১-১৯
খুলনা: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে খানজাহান আলী থানায় বিভিন্ন পেশা জীবিদের সমন্বয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশিনার উত্তর(ডিসি নর্থ) মোল্যা জাহাঙ্গীর হোসেন। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন( পদান্নতি প্রাপ্ত এডিসি) শেখ ইমরান।
আরো পড়ুন>>: খুলনায় ডিবির এসআই সাসপেন্ড
আরো পড়ুন>>: খুলনা জেলা প্রশাসনের কোচিং বিরোধী অভিযান
খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। আরো উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোড়ল আনিসুর রহমান, খানজাহান আলী থাানর ওসি তদন্ত মোঃ কবির হোসেন।
অনুষ্ঠানে মতামত প্রদান করে বক্তৃতা করেন ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিুবুর রহমান, মেম্বর খোকন কুমার নন্দি, নুরুল ইসলাম ফকির, মেম্বর আম্বিয়া বেগম, খানজাহান থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, ভাইস-প্রেসিডেন্ড মোঃ শফিউদ্দিন শফিসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সুধি সমাজের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাল্টি মিডিয়া প্রজেক্টর স্লাইডের মাধ্যমে পুলিশের ডিজিটাল সেবাসহ জাতীয় বিভিন্ন সেবা সম্পর্কে জনসচেতন করা হয়।
বাংলাদেশশ সময়: ১৭৩২, ৩১ জানুয়ারি ২০১৯
ডেস্ক/এএস