ডেস্ক রিপোট, Prabartan | আপডেট: ১০:০৩ পিএম, ৩১-০১-১৯
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরীর ৮ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু প্রবর্তনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জন মাদকবিক্রেতাসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ গ্রাম গাজা ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২২০৩, ৩১ জানুয়ারি ২০১৯
ডেস্ক/এএস
ফেসবুকের সাথে কমেন্ট করুন