নিজস্ব প্রতিবেদক, Prabartan | প্রকাশিত: ৮:০৩ পিএম, ৩০-০১-১৯
অবশেষে খুলনা ডুমুরিয়ার বিতর্কিত এবি ব্রিকস নামের ইটভাটা ও একটি আধা পাকা বাড়ি অপসারণ করা হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল হোসেনের নির্দেশে উপজেলার শোভনা ইউনিয়নের ভদ্রাদিয়ায় ইটভাটাটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
আরো পড়ুন>>: খুলনায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যুদ্ধে ক্ষমতাসীনরা
আরো পড়ুন>>: খুলনা-সাতক্ষিরা মহাসড়ক নির্মাণ কাজে ধীর গতি : জনমনে ক্ষোভ
সূত্র জানায়, জেলার জলাবদ্ধতা নিরসনে ভদ্রা ও সালদা নদী শীর্ষক প্রকল্পের আওতায় নদী পুনঃখননের স্বার্থে নদী সীমানার মধ্যে অবৈধ দখল ও স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্ট সকলকে নোটিশ দেয়া হয়। স্থাপনা অপসারণ না করায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি খাস জমিতে স্থাপিত একটি ইট-ভাটা এবং গাবতলায় নদীর উপর নির্মিত একটি আধাপাঁকা বাড়ি অপসারণ করা হয়। অভিযানের সময় পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরকারি খাস সম্পত্তির উপর এবং নদী রক্ষার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০০৯, ৩০ জানুয়ারি ২০১৯
ডেস্ক/এএস