ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ০৩:৩০ পিএম, ২৭-০১-১৯
খুলনা: খুলনায় বর্নাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।
রবিবার (২৭ জানুয়ারি) পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কর্তৃক বর্ণাঢ্য র্যালি, রক্তদান, শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করে।

খুলনায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯’এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক
কেএমপি’র পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, কেএমপি’র সকল ঊর্দ্ধতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।
আরো পড়ুন>>:খুলনায় ১০৫ লিটার চোলাই মদসহ আটক ১
বাংলাদেশ সময়: ১৫৩০, ২৭ জানুয়ারি ২০১৯
এএস/ডেস্ক