নোয়াখালীর সেনবাগে পুকুর থেকে এক পুলিশ সদস্যের তিন মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে পৌরসভার বিন্নাগনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তূর্জয় সরকার সেনবাগ থানার পুলিশ কনেস্টবল সুমন সরকারের ছেলে।
সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ছেলেকে বাসার পাশের দোলনায় শুইয়ে রেখে টয়লেটে যান সুমনের স্ত্রী। ফিরে এসে দেখেন ছেলে দোলনায় নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে বাসা থেকে সামান্য দূরের পুকুরে তাকে ভাসতে দেখেন তারা।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করেছেন নিহত তূর্জয়ের বাবা সুমন সরকার। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন