নিজস্ব প্রতিবেদক: খুলনার ফুলতলায় জবাই করা নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথার অংশ এখন পাওয়া যায়নি।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮ টায় উপজেলার উত্তরডিহি নামক এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীর নাম মুসলিমা খাতুন। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাইস্যাখালী গ্রামের মো. এমদাদুল ইসলামের মেয়ে। তিনি ফুলতলা উপজেলার আায়ান জুট মিলের শ্রমিক ছিলেন। প্রেম ঘটিত কারনে এ হত্যাকান্ড হয়েছে বলে ধারনা পুলিশের।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘ওই এলাকার ধান ক্ষেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। মরদেহটি অল্প বয়সি এক নারীর বলে ধারণা করা হচ্ছে। তার বিছিন্ন মাথা এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারনে এ হত্যাকান্ড ঘটেছে।
এর আগে গত সোমবার বিকেলে ফুলতলার যুগ্নিপাশা এলাকার ধানক্ষেত থেকে হানিফ পরিবহনের সুপারভাইজার তুহিন মোল্যার (৪০) গলায় গামছা পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে। ঘটনার ৩৬ ঘন্টা পরে ফুলতলায় উদ্ধার হলো আরেকটি মরদেহ।