ডেস্ক রিপোর্ট : রাজধানীর রমনা থানার সার্কিট হাউস মসজিদের সামনে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির ট্রাকের চাপায় নুরে আলম (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তুহিন (৩৮) নামে আরও একজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আজ (সোমবার) সকাল পৌনে ৮টার দিকে তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরে আলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : গণঅভ্যুত্থানের পথ ধরেই আমরা গণতান্ত্রিক অধিকার পেয়েছি
নুরে আলমের ভাই নূর হোসেনবলেন, আমার ভাই কারওয়ান বাজারের একটি ডিমের দোকানে কাজ করতেন। ভোরে ভ্যানে করে ডিম নিয়ে বাজারে যাচ্ছিলেন। মসজিদের সামনে একটি ট্রাক আমার ভাইয়ের ভ্যানে চাপা দেয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রমনা থানা অবগত আছে।
দুর্ঘটনায় আহত তুহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে দুর্ঘটনার পর চালক পালিয়ে যান বলে জানিয়েছেন নূর হোসেন। ট্রাকটি পুলিশ জব্দ করেছে বলেও জানান তিনি।