ডেস্ক রিপোর্ট : ফেনী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. শিহাব উদ্দিন। রোববার (২৯ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলমগীর কবিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিভিল সার্জন পদে পদায়ন করা হয়।
এর আগে শিহাব উদ্দিন ঝালকাঠি জেলার সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ছাগলনাইয়া উপজেলার উলজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে আবারও ফেনীতে আসতে পেরে উচ্ছ্বসিত ডা. শিহাব। তিনি বলেন, আমি করোনাকালীন দীর্ঘ সাড়ে তিন বছর ছাগলনাইয়াতে কাজ করেছি।
আরও পড়ুন : ৫ কোটি ডিম রফতানির রেকর্ড ভারতের
মানুষকে সেবা দেওয়ার জন্য অতীতে যেভাবে কাজ করেছি এখনও করতে চাই। পুনরায় ফেনীতে ফিরতে পেরে আমি আনন্দিত। কারণ ফেনীর অনেক মানুষ পরিচিত। কাজ করতে সুবিধা হবে। ফেনীর স্বাস্থ্যসেবা আরও বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যেতে চাই।