ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফ্রেন্ডস’। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরশ খান, তানিয়া বৃষ্টি, মাসুম বাসার, মিলি বাসার, রকি খান, শেলী আহসান, শিরিন আলম, রেশমা আহমেদ,বাসার বাপ্পী, হিন্দোল রায় রিসা চৌধুরী, শেহতাজ ওমর, তালহা খান, তাবাসুম মিথিলা, রিজওয়ান প্রমুখ।
আরও পড়ুন : প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে
পরিবারের বাইরে যাদের মুখ দেখলে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়, তারা হলো বন্ধু। আর এই বন্ধু কখনো সংখ্যায় নিয়ন্ত্রণ করা যায় না, তবে এক দুইজন ঠাঁই পায় প্রিয় বন্ধুর তালিকায়। যার কাছে মনের কথা খুলে বলা যায়, যাকে দেখলেই সুখের অনুভব হয় মনের কোণে। সবারই বন্ধু মহলে এমন কাউকে না কাউকে খুঁজে পাওয়া যাবে। এমনই বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ফ্রেন্ডস’।
প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার করা হবে নাটকটি।