ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন।
বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক গত ২৩ জানুয়ারি এক চিঠিতে চমেবি’র ভাইস চ্যান্সেলরকে এ বিষয়ে অবহিত করেন।
আরও পড়ুন : ফখরুলকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হলে বিএনপি খুশি হবে
এর প্রেক্ষিতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
এদিকে চমেবি’র সাবেক সিন্ডিকেট সদস্য ও বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এক বিবৃতিতে সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।