ডেস্ক রিপোর্ট, আপডেট: ৫:৫২ পিএম, ২২-০১-২০১৯
সিলেট ঘুড়ে আবারো ঢাকা ফিরেছে বিপিএল। আজকে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আর আগে বল নিয়ে খুলনাকে ছোট রানে আটকাতে না পারলেও ৬ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে মাশরাফীর রংপুর।
শেরে বাংলা স্টেডিয়ামে খুলনার ছুঁড়ে দেয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে মাশরাফীর রংপুর শুরুতেই এলেক্স হেলস আর ক্রিস গেইলের তান্ডবে দিশেহারা খুলনা। ৫৫ রানে হেলস বিদায় নিলেও গেইল টিকে ছিল ১৯ ওভার পর্যন্ত। হেলসের পরেই শুরু করেন ৩৬০ ডিগ্রী খ্যাত এবি ডিভিলিয়ার্স। কিন্তু এলবিতে ফিরে যান এ ব্যাটসম্যান। খেলেন ২৫ বলে ৪১ রানের ইনিংস।
ব্যক্তিগত ৫৫ রানে বাউন্ডারিতে ক্যাঁচ হয়ে ফেরেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। জয়ের কাছাকাছি গিয়ে গেইলের পথ ধরেন মিথুনও(১৫)। এর পর পিছনে তাকাতে হয়নি রাইডার্সদের। রেলী রুশোর ব্যাটে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে মাশরাফীর রংপুর।
শুরুতে টস হেরে ব্যাটে নেমে প্রথম ওভারেই আল আমিনকে রংপুর অধিনায়ক মাশরাফী বিদায় দিয়ে খুলনাকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন। উল্টো আগ্রাসী হওয়ার চেষ্টা করেন জুনায়েদ সিদ্দিক। তাকে ১৩ রানে বিদায় দেন ফরহাদ রেজা। পরে নামা জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর চাহিদা অনুযায়ী স্কোর বোর্ডে রান তুলেছেন। নাজুমল হোসেন শান্তও সঙ্গী ছিলেন।
আক্রমণাত্মক হয়ে ওঠার আগে ২০ বলে ৩২ রান করে ফেলা টেলরকে বিদায় দেন গেইল। এর পরেও রানের চাকা সচল ছিলো খুলনার। দলের পুঁজি সমৃদ্ধ করার ভার নেন শান্ত ও মাহমুদউল্লাহ মিলে। এই জুটিকেও খুব বেশি আগ্রাসী হতে দেয়নি রংপুর। ৩৫ বলে ৪৮ রান করে ফেলা শান্ত ও ২০ বলে ২৯ রান করা মাহমুদউল্লাহকে বিদায় দেন ফরহাদ রেজা।
১৯তম ওভারে ১৫২ রানে ৬ উইকেট পড়লে শেষ দিকে ঝড়ো গতিতে রান তুলে রংপুরের সামনে বড় সংগ্রহ দাঁড় করিয়ে দেন ডেভিড উইজ। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত ছিলেন উইজ। তার ব্যাটেই ৬ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় খুলনা টাইটনস।
সংক্ষিপ্ত স্কোর:
ফল: রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৮১/৬ (আল আমিন ৪, জুনায়েদ ১৩, টেইলর ৩২, শান্ত ৪৮, মাহমুদউল্লাহ ২৯, ভিসা ৩৫*, আরিফুল ৬, ইয়াসির ৫*; মাশরাফি ৪-০-১৭-১, সোহাগ ২-০-৩০-০, রেজা ৪-০-৩২-৪, শফিউল ৪-০-৪০-০, অপু ৪-০-৩৭-০, গেইল ২-০-২৩-১)
রংপুর রাইডার্স: ১৯.৩ ওভারে ১৮৩/৪ (গেইল ৫৫, হেলস ৫৫, ডি ভিলিয়ার্স ৪১, মিঠুন ১৫, রুশো ১০*, নাহিদুল ১*; শুভাশিস ৪-০-৩০-০, জুনাইদ ৪-০-৩৭-১, ভিসা ৪-০-৩১-১, তাইজুল ১-০-১০-০, ইয়াসির ৩.৩-০-৪৭-২, মাহমুদউল্লাহ ৩-০-২৮-১)
বাংলাদেশ সময়: ১৭৫২, ২২ জানুয়ারী, ২০১৯
এএস/ডেস্ক