ডেস্ক রিপোর্ট, আপডেট: ০৭:৫৬ পিএম, ২১-০১-২০১৯
খুলনায় ইয়াবা বিক্রির দায়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানসহ চারজনকে আটক করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, প্রথমে সানি ও তুষারকে আটক করা হয়। সানির কাছে ৩৫ পিস ও তুষারের কাছে তিন পিস ইয়াবা পাওয়া যায়। তারা জানান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমানের হয়ে তারা ইয়াবা বিক্রি করেন। পরে শেখ পাড়ার একটি গলি থেকে আরমান ও তার সঙ্গে থাকা হোসেনকে আটক করা হয়। আরমানের কাছে নয় পিস ও হোসেনের কাছ থেকে তিন পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সোমবার সন্ধ্যায় ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমু সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৬, ২১ জানুয়ারি, ২০১৯
এএস/ডেস্ক