ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের সদর উপজেলায় গর্তের পানিতে ডুবে সোলাইমান মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সোলাইমান ওই এলাকার মো. আব্দুস সামাদ ওরফে সামিদের পুত্র।
স্থানীয় ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. নুসরাত জাহান লিপি এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : সংঘাত এড়ানোর চেষ্টায় আলোচনায় বসছেন ব্লিংকেন ও লাভরভ
তিনি জানান, বিকেলে হঠাৎ ওই শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় খালপাড় এলাকার মসজিদে ওই শিশুর সন্ধান চেয়ে মাইকিং করা হয়। এক পর্যায়ে বাড়ির পাশে প্রায় ৫ ফুট গভীর একটি গর্তে ওই শিশুর মরদেহ পাওয়া যায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা,জানুয়ারি ২১, ২০২২