ডেক্স রিপোর্টঃ উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
তার সঙ্গী হিসেবে থাকছেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদ এর স্ত্রী রুখসানা খান মোর্শেদ।
সাবেক রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনের আগে গত ১২ ডিসেম্বের সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। দেশে ফেরেন ২৬ ডিসেম্বর।
বাংলাদেশ সময়ঃ ১১৫৬, ২০ জানুয়ারী ২০১৯
এএস/ডেক্স
ফেসবুকের সাথে কমেন্ট করুন